কাশ্মীরে স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলায় ভারতীয় সেনাসহ নিহত ৩
আন্তর্জাতিক,কাশ্মীর
তল্লাশি চালানোর সময় স্বাধীনতাকামী যোদ্ধাদের এলোপাতাড়ি গুলিতে কাশ্মীরে ২ ভারতীয় সিআরপি-র সেনা ও এক পুলিশকর্মী নিহত হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রাণ হারান এই ভারতীয় সেনারা।
সোমবার (১৭ আগস্ট) সকালে কাশ্মীরের শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারামুল্লার ক্রীরি চেকপোস্টে স্বাধীনতাকামীদের খোঁজে তল্লাশির সময় এ গেরিলা হামলা চালানো হয়েছে বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।
ভারতীয় সেনা সূত্রের তথ্যমতে, এ দিন সেখানে ভারতীয় আধা সেনা ও পুলিশ যৌথভাবে নাকা তল্লাশি চালাচ্ছিল। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় স্বাধীনতাকামী যোদ্ধারা। খবর পেয়ে তড়িঘড়ি ভারতীয় বাহিনী পাঠানো হয় সেখানে। কিন্তু ততক্ষণে স্বাধীনতাকামী যোদ্ধারা চম্পট দিয়েছে।
গত এক সপ্তাহে চার বার উপত্যকায় স্বাধীনতাকামী যোদ্ধাদের গেরিলা হামলার ঘটনা সামনে এলো। গত ১৪ অগস্ট শ্রীনগরের উপকণ্ঠে নওগামে গেরিলা হামলায় মৃত্যু হয় ভারতীয় দুই পুলিশকর্মীর। তার আগে ১২ অগস্ট শ্রীনগর-বারামুল্লা হাইওয়েতে কুইক রিঅ্যাকশন টিমের উপর হামলা চালায় উপত্যকার স্বাধীনতাকামীরা।
No comments