ইসরাইল-আমিরাতের শান্তি চুক্তি মুসলিম বিশ্বের সিদ্ধান্ত নয়ঃ মাওলানা ফজলুর রহমান
আন্তর্জাতিক,পাকিস্তান
ইসরাইলকে আমিরাতের স্বীকৃতি মুসলিম বিশ্বের সিদ্ধান্ত নয়: মাওলানা ফজলুর রহমান
পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইহুদীবাদী ইসরাইলকে সংযুক্ত আরব আমিরাত যে স্বীকৃতি দিয়েছে তা মুসলিম বিশ্বের কোনো সিদ্ধান্ত নয়। এই স্বীকৃতি ফিলিস্তিনের ৭০ বছরের স্বাধীনতা আন্দোলনের সম্পূর্ণ বিরোধী।
শনিবার (১৫ আগস্ট) পাকিস্তানের পেশোয়ার শহরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাওলানা ফজলুর রহমান বলেন, যেকোনো মুসলিম দেশের জন্যই স্বজাতির স্বার্থ ও তাদের স্বাধীনতা আন্দোলনকে মূল্যায়ন করা উচিত। চাই তা ফিলিস্তিন, কাশ্মীর বা আফগানিস্তানই হোক না কেন।
তিনি বলেন, মূলত মুসলিম বিশ্বের যেসব দেশ সামরিক শক্তির দিক থেকে অত্যন্ত দুর্বল,ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের প্রতিই বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। আমি মনে করি, আরব আমিরাতের মূল চালিকাশক্তি হল আমেরিকা। যদিও নামমাত্র সেখানে কয়েকটি গোত্র বসে আছে যারা নিজেদেরকে বাদশা মনে করে।
মুসলিম বিশ্বের স্বার্থ বিরুদ্ধ এ স্বীকৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রভাবশালী এ রাজনীতিবিদ বলেন, আজকে মুসলিম বিশ্ব যদি এর জোরালো প্রতিবাদ না করে তাহলে আগামীতে তারা আরও জঘন্য কোনো সিদ্ধান্তের প্রতি অগ্রসর হতে পারে।
No comments