লিবিয়া ও মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রীগণের সাথে সাক্ষাৎ করলেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী খুলুসী আকার
ইস্তাম্বুল|
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী খুলুসী আকার লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় সাক্ষাৎ সম্পন্ন করেছেন। এসংবাদ জানিয়েছে আনাদোলু এজেন্সি।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী খুলুসী আকার আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফাতহী বাশাগ্বা ও মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রী ব্যারন কেমিল্লারির সাথে আলোচনা সম্পন্ন করেছেন। তুরস্কের আমন্ত্রণে তাঁরা তুরস্কে সরকারী ভ্রমণ করেন।
যৌথ আলোচনার পূর্বে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী খুলুসী আকার লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফাতহী বাশাগ্বা ও মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রী কেমিল্লারীর সাথে পৃথকভাবে আলোচনা করেছেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
আঞ্চলিক পারস্পরিক সহযোগিতা, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
২০১১ সালে লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার কজ্জাফীর পতনের পর ২০১৫ সালে লিবিয়াতে ফাইয়াজ আস সাররাজের সরকার গঠিত হয়। লিবিয়ার তথাকথিত যুদ্ধবাজ সন্ত্রাসি হফতারের সন্ত্রাসবাদ দেশটিকে দীর্ঘদিন ধরে যুদ্ধবিধ্বস্ত করে রেখেছে ।
© টি আর টি বাংলা ডেস্ক
No comments