সিরিয়ার অসুস্থ শিশুর পরিবারের ডাকে সাড়া দিল তুরস্ক
ইস্তাম্বুল|
সিরিয়ার অসুস্থ শিশু তাসনীমের পরিবারের ডাকে সাড়া দিল তুরস্ক। এসংবাদ জানিয়েছে তুরস্কের আরবী সংবাদমাধ্যম তুরকিয়া বিল আরবী।
সিরিয়ার ছোট্ট শিশু তাসনীম বিচ্ছুর দংশনে আহত হয়ে পড়ে। তার উপযুক্ত সেবার জন্য তার পরিবার তুরস্ককে আবেদন করেন। তুরস্কও তাসনীম কে অসহায় দেখতে পারে নি। তাসনিমের চিকিৎসার জন্য একটি এম্বুলেন্স পাঠানো হয়েছে।
উল্যেখ্যঃ ২০১১ সালে সিরিয়ার গণ অভ্যুত্থানের পর থেকে সিরিয়ার সরকার জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দেয়। এরপর রাশিয়া, ইরান, আমেরিকা, দায়েশ, পিকেকে , পশ্চিমা সহ বিভিন্ন ষড়যন্ত্রীদের ষড়যন্ত্রে দেশটি ধ্বংসের মুখে এগিয়ে যায়। তুরস্ক সিরিয়ার জনগণের পাশে দাঁড়িয়ে সকল ষড়যন্ত্রীদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে।
© টি আর টি বাংলা ডেস্ক
সিরিয়ার অসুস্থ শিশু তাসনীমের পরিবারের ডাকে সাড়া দিল তুরস্ক। এসংবাদ জানিয়েছে তুরস্কের আরবী সংবাদমাধ্যম তুরকিয়া বিল আরবী।
সিরিয়ার ছোট্ট শিশু তাসনীম বিচ্ছুর দংশনে আহত হয়ে পড়ে। তার উপযুক্ত সেবার জন্য তার পরিবার তুরস্ককে আবেদন করেন। তুরস্কও তাসনীম কে অসহায় দেখতে পারে নি। তাসনিমের চিকিৎসার জন্য একটি এম্বুলেন্স পাঠানো হয়েছে।
উল্যেখ্যঃ ২০১১ সালে সিরিয়ার গণ অভ্যুত্থানের পর থেকে সিরিয়ার সরকার জনগণের উপর যুদ্ধ চাপিয়ে দেয়। এরপর রাশিয়া, ইরান, আমেরিকা, দায়েশ, পিকেকে , পশ্চিমা সহ বিভিন্ন ষড়যন্ত্রীদের ষড়যন্ত্রে দেশটি ধ্বংসের মুখে এগিয়ে যায়। তুরস্ক সিরিয়ার জনগণের পাশে দাঁড়িয়ে সকল ষড়যন্ত্রীদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে।
© টি আর টি বাংলা ডেস্ক
No comments