ফিলিস্তীন ও লিবিয়া নিয়ে আলোচনা এরদোগান ও আলজেরিয়ার রাষ্ট্রপতির
আলজিয়ার্স|
লিবিয়া ও ফিলিস্তিনের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়্যব এরদোগান ও আলজেরিয়ার রাষ্ট্রপতি আব্দুল মাজীদ তাব্বূন। এসংবাদ জানিয়েছে আন নাহার টিভি।
আলজেরিয়ার রাষ্ট্রপতি মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে যে, মঙ্গলবার অর্থাৎ আজ আলজেরিয়ার রাষ্ট্রপতি আব্দুল মাজীদ তাব্বূন ও তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়্যব এরদোগান দূরাভাষ বার্তায় লিবিয়া ও ফিলিস্তিনের বিষয়ে আলোচনা করেছেন। ফোনালাপে এরদোগান ও আব্দুল মাজীদ পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। উক্ত বিবৃতিতে জানানো হয়েছে যে লিবিয়াতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও রাজনৈতিক সমস্যার সমাধানের বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে উভয়ে ঐক্যমতে পৌঁছেছেন। এছাড়া ফিলিস্তিনের ওয়েস্টব্যাঙ্কে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে তাঁরা আলোচনা করেছেন।
আলজেরিয়ার রাষ্ট্রপতি আব্দুল মাজীদ তাব্বূন এরদোগান ধন্যবাদ জ্ঞাপন করেন ও তাঁর সুস্থতা কামনা করেছেন এবং তুরস্কের জনগণের জন্য মঙ্গল , শান্তি ও বরকত কামনা করেন।
© টি আর টি বাংলা ডেস্ক
No comments