আসাদ সরকারের অন্তর্দ্বন্দ্বঃ রমী মাখলূফের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ বাশার আল আসাদের
দিমাশ্ক|
সিরিয়ার আসাদ সরকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তীব্র হচ্ছে। সিরিয়ার অবৈধ শাসক বাশার আল আসাদ তার নিজের কাজিন ও সিরিয়ার ধনীদের অন্যতম রমী মাখলূফ, তাঁর স্ত্রী ও সন্তানের স্থাবর , অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশিকা জারি করেছে। ইয়েনী শাফাক এসংবাদ জানিয়েছে।
আজ অর্থাৎ মঙ্গলবার আসাদ সরকার একটি নোটিশের মাধ্যমে এই নির্দেশিকা জারি করেছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে রমী মাখলূফের সাথে আসাদ সরকারের দূরত্ব বাড়ে এমনকি রমী মাখলূফ ও আসাদ সমর্থকদের মধ্যে ব্যপক অসন্তোষের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সাম্প্রতিক একটি ভিডিও বার্তার মাধ্যমে মাখলূফ জানান যে, সিরিয়ার মোবাইল অপারেটর 'সিরিয়াটেল' এর প্রধান হিসেবে দায়িত্ব ত্যাগ করার জন্য তাঁর উপর চাপ দিতে থাকে আসাদ সরকার।এর পরেই তাঁর সম্পত্তি বাজেয়াপ্তের এই নির্দেশিকা জারি করা হয়েছে।
উল্যেখ্যঃ মাখলুফ একসময় বাশার আল আসাদ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হয়েছেন। তিনি সিরিয়ার একজন নেতৃস্থানীয় ব্যবসায়ী।
© টি আর টি বাংলা ডেস্ক
No comments