লিবিয়া ছেড়েছে রাশিয়া সমর্থিত ওয়াগনার সন্ত্রাসিদল
তারাবলুস|
লিবিয়া ছেড়ে পালিয়েছে রাশিয়া সমর্থিত ওয়াগনার সন্ত্রাসি দল। লিবিয়ার জনৈক মেয়রের বিবৃতি থেকে এমনটি জানা গিয়েছে। এ সংবাদ জানিয়েছে ডেইলি সাবাহ।
গতকাল অর্থাৎ রবিবার লিবিয়ার শহর বনিল ওয়ালিদের গভর্নর সালেম আল আয়ওয়ান স্থানীয় একটি টিভি চ্যানেলে বক্তব্য দেওয়ার সময় একটি বিবৃতিতে জানিয়েছেন যে, লিবিয়াতে রাশিয়ার সমর্থিত সন্ত্রাসি ওয়াগনার দল লিবিয়া ছেড়ে চলে গিয়েছে। তিনি আরো জানিয়েছেন যে, তিনটি উড়োজাহাজ ওয়াগনারদের নিয়ে লিবিয়া ছেড়ে গিয়েছে।
২০১১ সালে লিবিয়ার রাষ্ট্রপতি মু'য়াম্মার গদ্দাফীর পতনের পর ২০১৫ সালে নতুন লিবিয়ার সরকার গঠিত হয়েছে। কিন্তু লিবিয়াতে হঠাৎ সন্ত্রাসী হফতারের উৎপাত দেখা দেয়। এসময় রাশিয়া লিবিয়াতে সন্ত্রাসিদল ওয়াগনারের আমদানি করে। এরদোগানের দেওয়া তথ্য অনুযায়ী লিবিয়াতে প্রায় ২০০০ ওয়াগনার সন্ত্রাসিদল হফতারের হয়ে সন্ত্রাসি কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
উল্লেখ্য গত ২৩ মার্চ লিবিয়ার সরকার এই সন্ত্রাসিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই অভিযানের নাম আমালিয়্যাতু আসিফাতিস সালাম বা শান্তির ঝড়।
© টি আর টি বাংলা ডেস্ক
No comments