তুরস্কের পার্লামেন্টে পাস হল লিবিয়ায় সেনাবাহিনী প্রেরণ সংক্রান্ত বিল
ইস্তাম্বুলঃ অবশেষে লিবিয়াতে তুরস্কের সেনাবাহিনী পাঠানোর বিষয়ে বিল পাস হয়ে গেল। লিবিয়ার সরকারের সাথে Memorandum of Understanding চুক্তি অনুযায়ী লিবিয়ায় সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।
তুরস্কের সংবিধানের ৯২ তম ধারা অনুযায়ী লিবিয়ায় সেনাবাহিনী পাঠানোর বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটি হয়। এত ৩২৫টি হাঁ ও ১৮৪ টি না ভোট পড়ে।
লিবিয়ায় সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এদিকে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফাতহী হফতারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হফতারের জন্য দুটি পথ খোলা আছে, হয় আত্মসমর্পণ কর নয় আত্মহত্যা কর।
এদিকে সন্ত্রাসি হফতারের সমর্থক মিশর তুরস্কের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। উল্যেখ্য গত ২৭ নভেম্বর তুরস্ক ও লিবিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়।
No comments