আমেরিকার হামলায় নিহত ইরানী কম্যান্ডার কাসিম সুলাইমানী
তেহরানঃ আমেরিকার এক হামলায় নিহত হয়েছেন ইরানের আন্তর্জাতিক সেনাবাহিনী Iranian Revolutionary Guards Crops বা IRGC এর কুদস ফোর্স শাখার আমীর ম্যাজর জেনারেল কাসিম সুলাইমানী।
গতকাল ইরাকের বাগদাদ বিমানবন্দরে আমেরিকার এক হামলায় পাঁচজনের মৃত্যু হয় । এর মধ্যে মেজর জেনারেল কাসিম সুলাইমানী ও ইরাক সরকারের জোট PMO এর নেতা আবু মাহদী আল মুহানদিস ছিলেন বলে জানিয়েছে PMO এর মুখপাত্র আহমাদ আল আসাদী।ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।
ইরানের IRGC এর কুদস শাখার এই কমান্ডার অত্যন্তঃ প্রভাবশালী ব্যাক্তি ছিলেন। ইরাক ও সিরিয়াতে দায়েশ সন্ত্রাসিদের নিধনযোজ্ঞ ও পশ্চিমা এবং জায়নবাদীদের তৈরি জালকে বিনষ্ট করতে এনার ভূমিকা ছিল অনবদ্য।
উল্যেখ্য আল কুদস হল ইরানের সেনাবাহিনীর শাখা IRGC এর একটি উপশাখা। এই শাখাটি সরাসরি ইমাম আয়াতুল্লাহ আলি উজমা খোমেনির সাথে যোগাযোগ রাখে।
No comments