সোমালিয়াতে তুরস্কের সমর্থনে সন্ত্রাসিদের বিরুদ্ধে রাস্তায় শতশত মানুষ
মোগাদেসুঃ এবার সন্ত্রাসিদের বিরুদ্ধে ও তুরস্কের সমর্থনে রাস্তায় নেমেছেন শতশত সোমালিয়াবাসী। সাম্প্রতিক সোমালিয়ার রাজধানী মোগাদেসুতে সন্ত্রাসিদের আক্রমণে নিহত হন বহু নিরীহ মানুষ। আর এর বিরুদ্ধে পথে নেমেছেন তাঁরা। এখবর জানিয়েছে তুরস্কের ইয়েনী শাফাক।
এরদোয়ানের ছবি ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তাঁরা পথে নেমেছেন। তাদের অধিকাংশ প্লাকার্ডে লেখা ছিল, " আল শাবাবের কতৃপক্ষ কে বলে দাও, ছাত্ররা আমাদের ভবিষ্যৎ, তুর্কিরা আমাদের ভাই, তাদের রক্ত আমাদেরই রক্ত।"
আনাদোলু এজেন্সির সাক্ষাৎকারে ফৌসুও হানী নামক জনৈক সোমালী মহিলা জানিয়েছেন, তিনিও আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি বলেন,
"আমি এখানে এসেছি সোমালিয়া ও তুরস্কের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য। আমরা চাই সমগ্র বিশ্ব আমাদেরকে আল শাবাবের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করুক।"
মুসলিমদের জন্য তাদের কোন সম্মান নেই বলে জানিয়েছেন তিনি। অপর এক বিক্ষোভকারী আমিনা বলেন,
"তারা আমাদের বন্ধুদের (তুরস্ক) দখলদার বলে, তারা আমাদের রক্ত ঝরায়, তারা সর্বত্র অনাথ ও বিধবা বানায়"
উল্যেখ্য তুরস্ক সোমালিয়াকে আক্রমণের পর প্রথম সহায়তার জন্য দৌড়ে যায় এবং তাদের নানাভাবে সেবা করে আসছে।
No comments