আমরা আমেরিকাকে একাধিকবার ভাঙার ক্ষমতা রাখিঃ ইরান
তেহরানঃ ইরাককে কেন্দ্র করে আমেরিকাকে কঠিন জবাব দিল ইরান। ইরান স্পষ্ট জানিয়ে দিল যে, তারা দেশটিকে যুদ্ধের মুখে ফেলতে চায় না। এদিন আমেরিকাকে একাধিকবার ভাঙার সক্ষমতা ইরানের আছে বলে তারা জানিয়ে দিল।
সাম্প্রতিক ইরাকে আমেরিকার দূতাবাসে ইরাকী জনতার আক্রমণের জন্য ইরানকে দায়ী করেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরান এই দোষারোপ খারিজ করে দিয়েছে। ইরানের তাসনীম নিউজ এজেন্সি এখবর জানিয়েছে।
এদিন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন সালামী আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমরা দেশটিকে (ইরাক) যুদ্ধের মুখে ফেলতে চাই না তবে আমরা কোন যুদ্ধকে ভয় করি না। আমরা আমেরিকাকে ইরানের সাথে ঠিকঠাক করে বলতে বলি। আমাদের আমেরিকাকে একাধিকবার ভেঙে ফেলার ক্ষমতা রাখি এবং আমরা চিন্তিত নই।
সাম্প্রতিক ইরাকে আমেরিকার আক্রমণকে কেন্দ্র করে ক্ষুব্ধ ইরাকী জনতা আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ করে ও আমেরিকার দূতাবাসে আক্রমণ করলে আমেরিকা ইরানের উপর দোষ চাপানোর চেষ্টা করে। এর প্রেক্ষিতে হুসাইন এই মন্তব্য করেছেন।
No comments