তুরস্কের বিভিন্ন রাজ্যে সাড়ম্বরে পালিত হল 'ফাতেহ মক্কা' দিবস
ইস্তাম্বুলঃ তুরস্কের বিভিন্ন রাজ্যে পালিত জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হল'ফাতেহ মক্কা'দিবস। গত মঙ্গলবার রাত্রে তুরস্কের বিভিন্ন প্রভিন্স নূরানী আলোয় ভরে উঠল। আঙ্কারা, ত্রাবজোন সহ বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন ভাবে পালিত হল এই দিনটি। উসমানী পরিবারের আরবী গণমাধ্যম টিআরটি উসমানী এখবর জানিয়েছে।
তুরস্কের শাবাব আনাদোলুর (AGD) উদ্যোগে বিভিন্ন প্রভিন্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তুরস্কের সাক্বারিয়া প্রভিন্সের শাবাব আনাদোলুর প্রধান আলী আহমাদ চিলিক জানিয়েছেন যে তাঁদের লক্ষ্য হল এমন একটি প্রজন্ম তৈরি করা যারা সুউচ্চ নৈতিক শিক্ষা বহন করবে।
অপরদিকে তুরস্কের এলাজিগ প্রদেশের আনাদোলুর শাখার প্রধান রজব কোজা জানিয়েছেন, তাঁদের লক্ষ্য হল সর্বত্র অত্যাচারিতদের সহযোগিতা করা।
ত্রাবজোনের আনাদোলুর শাখার প্রধান আহমাদ জানিয়েছেন , পৃথিবীর সমস্ত মুসলিমরা ভাই ভাই, এই সংগঠনটি প্রতি বছর ফতেহ মক্কার বাৎসরিক দিবস উদযাপন করে আসছে।
এসমস্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, শিশু সঙ্গীত, ভাষন প্রভৃতির মাধ্যমে পালিত হয়েছে।
No comments