মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে আলোচনা সভা তুরস্কের আন্তর্জাতিক ইসলামী মিলিটারি সংক্রান্ত সংস্থা আসাম কংগ্রেসেস এর
ইস্তাম্বুলেঃ মুসলিম বিশ্বের বর্তমান জুলুম নির্যাতনের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে বিশেষ আলোচনা সমাপ্ত করল তুরস্কের আন্তর্জাতিক সাদাত মিলিটারি সংস্থার ইসলামী শাখা আসাম কংগ্রেসেস। তুরস্কের উসকুদার বিশ্ববিদ্যালয়ে গত ২৩ ডিসেম্বর এই সভা অনুষ্ঠিত হয়। এখানে হাজির ছিলেন আসামের জেনারেল সেক্রেটারি ইগুর সহ বহু গুণীজন।
মজলুম মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে বিভিন্ন আলোচনা সম্পন্ন হয়। সিদ্ধান্ত নেওয়া হয় আজকের মুসলিম বিশ্ব ভবিষ্যতে আর এমন মজলুম থাকতে দেওয়া হবে না।
উল্লেখ্য সাদাত মিলিটারি সংস্থা প্রতিষ্ঠা করেন আদনান তানরিওয়ার্দী । এই সংস্থার সমগ্র বিশ্বে প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। বলা হয় এই সংস্থার অধীনে একটি আন্তর্জাতিক ইসলামী সেনাবাহিনী রয়েছে ইরানের IRGC এর মতো তবে তাতে কত সেনা আছে তা জানা নেই। সমগ্র মুসলিম বিশ্ব থেকে এসব সেনা সংগ্রহ করা হয়।
http://www.assam.org.tr/index.php/haberler/haberler/islam-dunyasi-selamlasiyor.html
No comments