আল সিসিকে হঠাতে নতুন দল মিশরে!!
ঔ
কায়রোঃ মিশরের স্বৈরশাসক আল সিসিকে হঠাতে নতুন দল গঠন করল মিশরীয়রা। মিশরের 'সামরিক শাসনের' পতন ঘটাতে এই পার্টির সূচনা করা হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। "Egyptian National Action Group' নামক এই দল প্রতিষ্ঠালগ্নে উদ্যোক্তাগণ মিশরের স্বৈরশাসন, সম্পদের বিনাশ, জনগণের উপর অত্যাচার, দেশের নিরাপত্তার বিঘ্নিত ঘটানো প্রভৃতির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছে।
উল্যেখ্য ২০১৪ সালে মিশরের জনগণের প্রিয় রাষ্ট্রপতি ডক্টর মুহাম্মাদ মুরসীকে হঠিয়ে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি দাবি করে বসেন আল সিসি।
কায়রোঃ মিশরের স্বৈরশাসক আল সিসিকে হঠাতে নতুন দল গঠন করল মিশরীয়রা। মিশরের 'সামরিক শাসনের' পতন ঘটাতে এই পার্টির সূচনা করা হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। "Egyptian National Action Group' নামক এই দল প্রতিষ্ঠালগ্নে উদ্যোক্তাগণ মিশরের স্বৈরশাসন, সম্পদের বিনাশ, জনগণের উপর অত্যাচার, দেশের নিরাপত্তার বিঘ্নিত ঘটানো প্রভৃতির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছে।
উল্যেখ্য ২০১৪ সালে মিশরের জনগণের প্রিয় রাষ্ট্রপতি ডক্টর মুহাম্মাদ মুরসীকে হঠিয়ে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি দাবি করে বসেন আল সিসি।
No comments