সোমালিয়াতে সন্ত্রাসি হামলার পেছনে আরব আমিরাতের হাত রয়েছে!
ইস্তাম্বুলঃ সাম্প্রতিক আফ্রিকার দরিদ্রতম দেশ সোমালিয়াতে একটি ভয়ঙ্কর হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল কায়দার শাখা আল শাবাবের সন্ত্রাসিরা।
সোমালিয়ায় এই হামলার পেছনে আরব আমিরাতের হাত রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের ইয়েনি শাফাক পত্রিকার এডিটর ইন চিফ ইব্রাহীম কারাগুল। তিনি বলেছেন তুরস্ক ও সোমালিয়ার মধ্যে দৃঢ় সম্পর্ক কে বিনষ্ট করতে আরব আমিরাত এসব জঙ্গিদের দিয়ে এই পরিকল্পিত হামলা করিয়েছে।
তিনি আরব আমিরাত কে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এসবের মূল্য চোকাতে হবে। তিনি বলেন তুরস্ক তাদের লিবিয়াতে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।
No comments