সোমালিয়াতে সন্ত্রাসিদের আক্রমণে আহতদের চিকিৎসায় এগিয়ে এল সোমালিয়ায় তুরস্কের এরদোগান হাসপাতাল
মাকদিসোঃ সাম্প্রতিক সোমালিয়াতে আল কায়েদার শাখা সন্ত্রাসি গোষ্ঠী আল শাবাবের আক্রমণে বহু সাধারণ নাগরিক শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। আহতদের চিকিৎসায় এবার এগিয়ে এল তুরস্ক। সোমালিয়াতে তুরস্কের এরদোগান হাসপাতালে এদের চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন তুরস্কের সোমালিয়া দূত মুহাম্মাদ ইয়িলমায।
উল্যেখ্য দরিদ্র দেশ সোমালিয়া কে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে যাচ্ছে তুরস্ক। সোমালিয়ার মাগদাসুতে তৈরি এই হাসপাতালটি ২০১৫ সালে এরদোগানের অধীনে নির্মিত হয়।
No comments