এবার ইরানের সাথে মিলে ইরাক থেকে আমেরিকার উচ্ছেদের ঘোষণা দিলেন ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদর
বাগদাদঃ সাম্প্রতিক ইরাকে আমেরিকার আক্রমণের পর নতুন পথে চলার ঘোষণা দিয়েছেন ইরাকের বিখ্যাত শিয়া নেতা মুক্তাদা আল সদর। তিনি ঘোষণা দেন যে, ইরাক থেকে আমেরিকাকে উচ্ছেদ করতে তিনি এবার ইরানি মিলিশিয়াদের সাথে একযোগে কাজ করবেন। আমেরিকার পত্রিকা ওয়াশিংটন পোস্ট এখবর জানিয়েছে।
মুক্তাদা জানিয়েছেন, ইরাক থেকে আমেরিকাকে হঠাতে তিনি রাজনৈতিক ভাবে ইরানী মিলিশিয়াদের সাথে একযোগে কাজ করবেন। এতে সফল না হলে তিনি অন্য পথে ইরানী মিলিশিয়াদের সাথে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন।
মুক্তাদা আল সদর যিনি এতদিন কট্টর ইরান ও আমেরিকা বিরোধী জাতীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন তাঁর এই ঘোষণার পর ইরাকের রাজনীতি নতুন মোড় নিতে পারে।
No comments