যে সমস্যাগুলো অন্যের কাছে শেয়ার করা উচিত নয়।
নিজের সমস্যা কখনো অন্যের সাথে শেয়ার করতে হয় না।
অন্যের সাথে নিজের সমস্যা শেয়ার করলে, বেশিরভাগ মানুষ শুধু শুনেই যায়, সমস্যা দূর হয় না। আবার, অনেকে এতে আরো সুযোগ নেয়।
আবার কিছু লোক থাকবে, যারা আপনার সমস্যার কথা শুনে বরং আরো খুশি হবে।
অন্যের উপর নির্ভরশীল না হয়ে, বরং নিজের সমস্যা সমাধানের চেষ্টা নিজেকেই করা উচিত।
একান্ত যদি শেয়ার করতেই হয়, তবে শুধুমাত্র তার সাথেই করা করা উচিত, যে সমস্যার সমাধান করতে পারবে।
ধরুন, আপনার জ্বর এসেছে। পাশের বাসার তোফাজ্জল চাচার সাথে তো এটা নিয়ে গল্প করে লাভ নেই। বরং এমন কাউকে বলতে হবে যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিংবা যে আপনার চিকিৎসা দিতে পারবে।
আপনার জ্বর শেষ, অন্যের সাথে এই বিষয় নিয়ে কথা বলাও ওখানেই শেষ। ব্যাস।
ঠিক তেমনি নিজের গোপন কথার ক্ষেত্রেও।
যখনই কাউকে আপনি নিজের গোপন কথা শেয়ার করবেন, ঠিক এরপর থেকে আপনি তার কাছে নিজের গোপনীয়তার জিম্মি হয়ে থাকলেন। যেচে পড়ে নিজেকে অন্যের কাছে জিম্মি কেন করবেন?
তাছাড়া, আপনি নিজেই যদি নিজের গোপন কথা গোপন না রাখতে পারেন, তাহলে যাকে বলছেন, সে কিভাবে গোপন রাখবে?
নিজের প্ল্যানিং বা ইচ্ছেকেও কখনো সম্পুর্নরুপে প্রকাশ করতে হয় না। কারণ, আপনি যে ইচ্ছে করবেন, মানুষ হাজারো বিভিন্ন নেগেটিভ কারণ দেখিয়ে আপনাকে সেই ইচ্ছে থেকে ছিটকে ফেলে দিবে। অথচ আপনার ইচ্ছেটার সাথে তাদের আদৌ কোন সম্পর্ক নেই।
যত বেশি আপনি নিজেকে নিজের মাঝে রাখতে পারবেন, তত বেশি নিরাপদ থাকবেন, সুখী থাকবেন।
- Dr. Taraki Hasan Mehedi
অন্যের সাথে নিজের সমস্যা শেয়ার করলে, বেশিরভাগ মানুষ শুধু শুনেই যায়, সমস্যা দূর হয় না। আবার, অনেকে এতে আরো সুযোগ নেয়।
আবার কিছু লোক থাকবে, যারা আপনার সমস্যার কথা শুনে বরং আরো খুশি হবে।
অন্যের উপর নির্ভরশীল না হয়ে, বরং নিজের সমস্যা সমাধানের চেষ্টা নিজেকেই করা উচিত।
একান্ত যদি শেয়ার করতেই হয়, তবে শুধুমাত্র তার সাথেই করা করা উচিত, যে সমস্যার সমাধান করতে পারবে।
ধরুন, আপনার জ্বর এসেছে। পাশের বাসার তোফাজ্জল চাচার সাথে তো এটা নিয়ে গল্প করে লাভ নেই। বরং এমন কাউকে বলতে হবে যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিংবা যে আপনার চিকিৎসা দিতে পারবে।
আপনার জ্বর শেষ, অন্যের সাথে এই বিষয় নিয়ে কথা বলাও ওখানেই শেষ। ব্যাস।
ঠিক তেমনি নিজের গোপন কথার ক্ষেত্রেও।
যখনই কাউকে আপনি নিজের গোপন কথা শেয়ার করবেন, ঠিক এরপর থেকে আপনি তার কাছে নিজের গোপনীয়তার জিম্মি হয়ে থাকলেন। যেচে পড়ে নিজেকে অন্যের কাছে জিম্মি কেন করবেন?
তাছাড়া, আপনি নিজেই যদি নিজের গোপন কথা গোপন না রাখতে পারেন, তাহলে যাকে বলছেন, সে কিভাবে গোপন রাখবে?
নিজের প্ল্যানিং বা ইচ্ছেকেও কখনো সম্পুর্নরুপে প্রকাশ করতে হয় না। কারণ, আপনি যে ইচ্ছে করবেন, মানুষ হাজারো বিভিন্ন নেগেটিভ কারণ দেখিয়ে আপনাকে সেই ইচ্ছে থেকে ছিটকে ফেলে দিবে। অথচ আপনার ইচ্ছেটার সাথে তাদের আদৌ কোন সম্পর্ক নেই।
যত বেশি আপনি নিজেকে নিজের মাঝে রাখতে পারবেন, তত বেশি নিরাপদ থাকবেন, সুখী থাকবেন।
- Dr. Taraki Hasan Mehedi
No comments