মজলুমের পাশে একা তুরস্ক!
গত চার বছরে নিপিড়িত ১৭০ টি দেশে তুরস্ক ২১ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের টাকায় দেড় লক্ষ কোটি টাকার মত অনুদান করেছে। এই সহায়তা দেশটির রাষ্ট্রীয় উন্নয়ন এজেন্সির মাধ্যমে করা হয়েছে বলে জানিয়েছে ডেইলি সাবাহ ও ইয়ানি সাফাক।
এসব উন্নয়নের মধ্যে ৬২ শতাংশই প্রতিবেশি নিপিড়িত দেশ সিরিয়ায়, আফ্রিকা ১০ শতাংশ, মধ্য এশিয়ায় ৬ শতাংশ এবং বলকান দেশগুলোতে সাড়ে ৪ শতাংশ।
চার বছরের মধ্যে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্সি (ওডিএ) থেকে সরবরাহ করা হয়েছে ১৩ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। এর মধ্যে সিরিয়া পেয়েছে ৫ দশমিট ৮৫ ডলার।
তুরস্কের সাহায্যের মধ্যে এশিয়ার দেশ কিরগিস্তান ৬০০ মিলিয়ন ডলার, কাজাখস্তান ২৮১ মিলিয়ন ডলার, আজারবাইজান ১৫৭ মিলিয়ন ডলার, তুর্কমেনিস্তান ৮০ মিলিয়ন ডলার, উজবেকিস্তান ৪৮ মিলিয়ন ডলার ও তাজিকিস্তান পেয়েছে ২৪ মিলিয়ন ডলার।
গত ৬ বছরে তুরস্ক সোমালিয়া, আফগানিস্তান, মিশর, ফিলিস্তিন, তিউনিশিয়া ও ইরাকে সাহায্য দিয়েছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।
এ ছাড়াও তুরস্কের সাহায্য পাওয়া দেশের মধ্যে রয়েছে- বসনিয়া, কির্গিস্তান, মেসিডোনিয়া, আজারবাইজান এবং নাইজেরিয়া।
No comments