এরদোগানের জনপ্রিয়তার নেপথ্যে
সৌদির রাজাদের মত লম্বা পাঞ্জাবী রুমাল নাই। মুখে
দাড়িও নেই। আছে গায়ে কোর্ট পড়নে প্যান্ট।
মোল্লারা বলতে পারেন অন্যকিছু...!!
.
কিন্তু তিনিই এই পৃথিবীতে শোষিত মুসলমানের পক্ষে
সবচেয়ে বেশি সোচ্চার। ইজরাইল যখন বোমা মেরে
গাজাকে অন্ধকার করে দিয়েছে, তখন তিনি বিশাল
জাহাজে করে পুরো পাওয়ার হাউজ পাঠিয়ে দিয়েছেন
গাজায়।
এয়ারএ্যাম্বুলেন্সে করে আহত গাজাবাসীকে তুরস্কে
এনে চিকিৎসা দিয়েছেন। সিরিয়ায় সন্ত্রাসী আসাদের
হাত থেকে লক্ষ লক্ষ নিরিহ মানুষকে আশ্রয় দিয়েছেন
নিজ দেশে।
.
যখন ভারত পাকিস্থান সীমান্তে উত্তেজনা তৈরীতে
ব্যস্ত তখন ভারতকে ডেকে তিনি বলেছেন, বারাবারি
করোনা মোদী। পাকিস্থানের মুসলমানদের রক্ত সহ্য
হবেনা তুরস্কের।
তিনি এরদোয়ান সবার চেয়ে আলাদা।
.
তিনি নতুন ইসলামী বিশ্বের স্বপ্ন দেখছেন।
পোশাক দিয়ে নয়,ইরানের মত লম্বা কথা দিয়ে নয়।
মেধা কৌশল ও বুদ্ধিদিয়ে তিনি পরাস্ত করতে চান
ষড়যন্ত্রীদের।
.
জয় করতে চান আগামীর বিশ্বকে।
আল্লাহ তার স্বপ্ন কবুল করুন।(আমিন)
দাড়িও নেই। আছে গায়ে কোর্ট পড়নে প্যান্ট।
মোল্লারা বলতে পারেন অন্যকিছু...!!
.
কিন্তু তিনিই এই পৃথিবীতে শোষিত মুসলমানের পক্ষে
সবচেয়ে বেশি সোচ্চার। ইজরাইল যখন বোমা মেরে
গাজাকে অন্ধকার করে দিয়েছে, তখন তিনি বিশাল
জাহাজে করে পুরো পাওয়ার হাউজ পাঠিয়ে দিয়েছেন
গাজায়।
এয়ারএ্যাম্বুলেন্সে করে আহত গাজাবাসীকে তুরস্কে
এনে চিকিৎসা দিয়েছেন। সিরিয়ায় সন্ত্রাসী আসাদের
হাত থেকে লক্ষ লক্ষ নিরিহ মানুষকে আশ্রয় দিয়েছেন
নিজ দেশে।
.
যখন ভারত পাকিস্থান সীমান্তে উত্তেজনা তৈরীতে
ব্যস্ত তখন ভারতকে ডেকে তিনি বলেছেন, বারাবারি
করোনা মোদী। পাকিস্থানের মুসলমানদের রক্ত সহ্য
হবেনা তুরস্কের।
তিনি এরদোয়ান সবার চেয়ে আলাদা।
.
তিনি নতুন ইসলামী বিশ্বের স্বপ্ন দেখছেন।
পোশাক দিয়ে নয়,ইরানের মত লম্বা কথা দিয়ে নয়।
মেধা কৌশল ও বুদ্ধিদিয়ে তিনি পরাস্ত করতে চান
ষড়যন্ত্রীদের।
.
জয় করতে চান আগামীর বিশ্বকে।
আল্লাহ তার স্বপ্ন কবুল করুন।(আমিন)
No comments